০১। ইউনিয়নের নামঃ-সুন্দরপুর ইউনিয়ন।
০২। ইউনিয়নের আয়তন-৩০.৮৭ বর্গ মাইল।
০৩। ইউনিয়নের মোট লোক সংখ্যা-৪২৪৪৫ জন।
পুরুষ:-২৩০৪৯ ও
মহিলা:-১৯৩৯৬ জন। (জন্ম নিবন্ধন অনুযায়ী)
০৪। ইউনিয়নের জনবসতি গ্রামের সংখ্যা-৩৯টি।
০৫। ইউনিয়নের মৌজার সংখ্যা-১১টি।
০৬। ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান
উচ্চ বিদ্যালয়-০৪টি
প্রাঃ বিদ্যালয়-১০টি
বেঃ প্রাঃ বিদ্যালয়-০৮টি।
দাখিল মাদ্রাসা- ০৪
কলেজ- ০২
অন্যান্য প্রতিষ্ঠান:
রহমানিয়া মাদ্রাসা- ০১
হাফিজিয়া মাদ্রাসা- ০২
কেজি স্কুল- ০২
শিক্ষার হার- ৯০%
০৭। হাটঃ ৬টি-
০৮। পরিবার পরিকল্পনা কেন্দ্র-০১টি।
০৯। সরকারী মৎস খামার-০১টি।
১০। ডাকঘর-০১টি।
১১। ভূমি অফিস-০১টি।
১২। তথ্য সেবা কেন্দ্র-০১টি।
১৩। ইউনয়নের মোট জমির পরিমান-৬৩৪০ হেক্টর।
১৪। সেচের আওতায় জমির পরিমান-৫৫৮০ হেক্টর।
১৫। খাদ্য উৎপাদন পরিমান-২১১৫৯ মেঃ টন।
১৬। বছরে মোট খাদ্য লাগে-৪৫৬১ মেঃ টন।
১৭। উদ্বৃত্ত খাদ্যের পরিমান-১৬৫৯৮টি।
১৮ কৃষি পরিবারের সংখ্যা-২৪০০টি।
২১। পানীয় জলের ট্যাংকীর সংখ্যা-১৮টি।
২৩। ক্ষুদ্র সেচ প্রকল্প-০৩টি।
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS