Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাংগঠনিক কাঠামো

বাংলাদেশে বিচার ব্যবস্থার সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রাম আদালত। গ্রামাঞ্চলের কিছু কিছু মামলার নিষ্পত্তি এবঙ তৎসম্পর্কীয় বিষয়াবলির বিচার সহজলভ্য করার উদ্দেশে গ্রাম আদালত অধ্যাদেশ, ১৯৭৬ এর আওতায় এ আদালত গঠিত হয় এবং এটি একটি মীমাংসামূলক আদালত। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা যেহেতু এলাকার সম্মানিত ব্যক্তি এবঙ জনপ্রতিনিধি সেহেতু তাদরে দ্বারা আসল ঘটনার সত্যতা যাচাই করে একটি শান্তিপূর্ণ সমাধান খুজেঁ বের করাই গ্রাম আদালতের উদ্দেশ্য। পরবর্তীতে ‍‍"গ্রাম আদালত আইন ২০০৬" প্রণীত হয়।

বর্তমানে "গ্রাম আদালত আইন ২০০৬" দ্বারা গ্রাম আদালত পরিচালিত হচ্ছে। এ আইনে ২১টি ধারা এবং ১টি তফসিল রয়েছে। তফসীলের দুটি অংশ (প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ)